September 10, 2024, 5:27 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ইংরেজি নববর্ষের প্রথম দিনই সরকারি ভাবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ- ২০২৩ অনুষ্ঠিত হয়। বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে সকাল ১০ টায় পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোঃ শাহে আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। শুভেচ্ছা বক্তৃতা করেন বিশেষ অতিথি বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজর জয়শ্রী কর, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা, সরকারি মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক প্রমূখ। সঞ্চালনা করেন ভোকেশনালের সহকারী শিক্ষক মোঃ কাওছার হোসেন, হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ নিয়াজ মোর্শেদ পলাশ। উপজেলায় মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ২ লক্ষ ৬৬ হাজার ২৬২ পিচ পুস্তক বিতরণ করা হয়। একই দিন বেলা সাড়ে ১১ টায় উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বানারীপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে বই বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোঃ শাহে আলম। বক্তৃতা করেন বিশেষ অতিথি বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম তালুকদার, অধ্যাপক মন্টু লাল কুন্ডু, আওয়ামীলীগ সহ সম্পাদক সুব্রুত লাল কুন্ড প্রমূখ। সঞ্চালনায় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা ও উপজেলার সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ জাহিদ হোসেন। উপজেলায় প্রাথমিকের এবছর ৩৬ হাজার পিচের বেশি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এবছর প্রাথমিকের চাহিদাপত্রের অর্ধেক পরিমাণ পুস্তক পৌছেছে।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: