December 6, 2024, 11:16 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন বছরের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে নাচোল খ,ম উচ্চ বালিকা বিদ্যালয, মুন্সি হযরত আলী, পাইলট, নেজামপুর, সোনাইচন্ডি, গোলাবাড়ী, ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়, প্রাথমিক পর্যায়ে ১,২ নং বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন
নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,
নির্বাহী অফিসার মোহাইমেনা
শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম ওবাইদ, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার প্রমূখ।
এবছরে মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী পর্যায়ে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৪ হাজার ৯শত ১০পিচ ও প্রাথমিক পর্যায়ে ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০হাজার ১শত ৯০পিচ বই বিতরণ করা হয়।