লক্ষ্মীপুরের বর্ষীয়ান নেতা এম আবু তাহেরকে নিয়ে সাংবাদিক রানার কিছু কথা

নাজিম উদ্দিন রানা।
লক্ষ্মীপুরের পৌরবাসির আইকন জনন্দীত নেতা এম এ আবু তাহের,যাকে তার কর্মকান্ডে লক্ষ্মীপুরের পৌর পিতা ও মুজিব বাদী তাহের হিসেবে উপাধি দিয়েছেন সাধারণ জনগন। বীর মুক্তিযোদ্ধা এম এ আবু তাহের সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তখন তিনি দায়ীত্ব পালন করেছেন বীরের মতো,সেই লোকটা আজ বয়সের বারে অসুস্হ হয়ে গেছেন। আমার শ্রদ্ধা ভাজন মুরুব্বীর সাথে চকবাজার মসজিদে জুমার নামাজ শেষে দেখা, ঠিক তখন আর নিজের বিবেককে ধরে রাখতে পারিনি তখনই উনাকে সিঁড়ি থেকে নামতে সহযোগিতা করলাম। তার কাছ থেকে কলম সৈনিক হিসেবে অনেক সময়ের ভুলত্রুটি গুলো ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ্পাক উনাকে নেক হায়াত দান করুক আমিন।

এই মানুষটির কিছু হলে লক্ষ্মীপুরের জেলাবাসী বুজবে যে তিনি কি ছিলেন এই জেলার সাধারন মানুষের। এক কথায় লক্ষ্মীপুরের এই অভিভাবকে হারালে শত বছরেও শূন্যতাপূরণ করা সম্ভব হবে না। তাই আমাদের লক্ষ্মীপুরের বাসীর পৌরপিতা বীর মুক্তিযোদ্ধা এম এ আবু তাহেরের জন্য দোয়া করবেন যাতে তিনি তারাতা‌ড়ি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনুক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *