March 21, 2023, 7:53 am
মোঃ মনিরুল ইসলাম, নাচোল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের (নাচোল গোমস্তাপুর, ভোলাহাট) নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে রহনপুরের সিএনবি গেস্ট হাউসে সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলার, সহ-সাধারণ সম্পাদক বিএম রুবেল, শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, সদস্য হাসানুজ্জামান ডালিম ,সারওয়ার জাহান সুমন, মনিরুল ইসলাম, কায়সার আহমেদ, তসিকুল ইসলাম,শাহ কবির, মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা সভায় আয় ব্যয়ের হিসাব, বার্ষিক বনভোজন, নতুন সদস্য সংগ্রহ, আজীবন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক উন্নয়ন বিষয়কসহ বিভিন্ন আলোচনা করা হয়।