January 15, 2025, 7:59 am
নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ১২০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সুতারগোপ্টা মানব কল্যাণ সংস্থা নামের একটি সমাজিক সংগঠনের অভিষেক অনুষ্ঠানে দরিদ্র লোকজনের মাঝে এ কম্বল তুলে দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে কম্বল পেয়ে হাসি ফুটেছে দরিদ্রদের মাঝে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।
সুতারগোপ্টা বাজারের ব্যবসায়ী নুরুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাজার কমিটির সভাপতি আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর নবী তালুকদার প্রমুখ।