April 19, 2025, 9:29 am
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দীঘিনালা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চন্দ্র রঞ্জন চাকমা চশমা প্রতীকে ২৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দীঘিনালা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চন্দ্র রঞ্জন চাকমা চশমা প্রতীকে ২৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) জীব কান্তি চাকমা “মোটরসাইকেল” প্রতীকে ২৪২৫ ভোট পেয়ে ২য় স্থানে, বর্তমান চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা “আনারস” প্রতীকে ১৯৭১ ভোট পেয়ে ৩য় স্থানে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত “নৌকা” প্রতীকের প্রার্থী দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা ১৫১৮ ভোট ৪র্থ স্থানে, আন্য দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ধনিতা চাকমা “টেবিল ফ্যান” প্রতীকে ৪৬৩ ভোট পেয়ে ৫ম স্থানে।
২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ৮.৩০ঘটিকা হতে বিকেল ৪.৩০ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ইভিএমের মাধ্যমে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করেন। দীঘিনালা ইউপি নির্বাচনে ৯টি কেন্দ্রে ১২ হাজার ৩০৪ ভোটের বিপরীতে ৫ (পাঁচ)জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
এর আগে গতবছরে উপজেলার দুই ইউপিতে নৌকার প্রার্থীর ভরাডুবি ও একটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে এলাকার নৌকা নেতাকর্মী ও সমর্থকের মধ্যে তীব্র আলোচনার বিষয় যে নৌকার প্রার্থীর এমন কেন ভরাডুবি হয়েছে? খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীগণ নৌকার প্রার্থীর বিজয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারে নি কেন?