February 5, 2025, 6:45 am
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায়
৩ বছর পর শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪টি বিষয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপুর্ণ পরিবেশে গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে বালক ২২০ জন এবং বালিকা ৪২০ জন। তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ লক্ষ করা গেছে। তানোর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষা কেন্দ্রের সচিব মাইনুল ইসলাম বলেন, এবছর ১৪৯ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সানাউল্লাহ বলেন, উপজেলার ইউনিয়ন পর্যায়ের ৬জন এবং পৌর সভার ওয়ার্ড পর্যায়ে ৬জনকে বৃত্তি প্রদান করা। এর মধ্যে ৩জন বালক এবং ৩জন বালিকা। তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।#
আলিফ হোসেন
তানোর প্রতিনিধি।।