February 15, 2025, 4:55 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
তানোরে ফের গভীর নলকুপ জবরদখলের অভিযোগ নেছারাবাদে জমিজমা বিরো-ধ এর জের ধরে মা-রামা-রি থানায় অভিযোগ থানচিতে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডু-বে এক শিশু নিহ-ত আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি—মেজর জেনারাল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বি-রোধের জেরে হামলায় উভয় পক্ষের ৭ জন আহত পাবনা-২ আসনে অধ্যাপক হেসাব উদ্দিনকে জামায়াতের প্রার্থী ঘোষণা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে-হাবিবুর রহমান রাজশাহীতে দায়িত্ব পালন করার সময় এক পুলিশ কর্মকর্তার মৃ-ত্যু পাইকগাছায় সপ্তদ্বীপার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান পাইকগাছায় তরমুজ চা‌ষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
শেরপুরে বি সি এস উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুরে বি সি এস উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
দেশের নারী বি সি এস ক্যাডারদের নিয়ে গঠিত সংগঠন বি সি এস উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে শেরপুর জেলার বিভিন্ন বস্তিতে বসবাসরত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নারী বি সি এস ক্যাডার কর্মকর্তাগণ।
বুধবার (২৮ডিসেম্বর) বিকালে শেরপুরের জেলা জেলা প্রশাসক সাহেলা আক্তারের উদ্যোগে এসব কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে এক শীতার্ত বলেন, ঘরবাড়ী না থাকায় অনেক কষ্টে আছি। জমিজমা নেই ফসলও নেই। তাই তার আয়-রোজগারও নেই। গ্রামের গরিবদের শীতের কষ্ট দেখার লোক নেই। যারা আমাগের (আমাদের) মতো গরিব মাইনষের খোঁজ নিয়ে শীতের কাপড় (কম্বল) দিচ্ছে তাগরে (তাদের) আল্লাহ বাঁচায় (বাঁচিয়ে) রাখুক। তাদের কামাইতে (আয়-রোজগারে) বেশি বেশি বরকত হোক।’

শেরপুরের একজন অসহায় বলেন, ‘তীব্র শীতে কম্বলটা খুব উপকারে আসবে। আশীর্বাদ করি
বি সি এস উইমেন নেটওয়ার্ক আরো বড় হোক। তারা দেশের সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করুক।’

কম্বল প্রাপ্ত এক ভিক্ষুকের জীবন চলে ভিক্ষা করে । জমি নেই,ঘর নেই তার, একমাত্র খুপরি ঘরটুকু বিলীন হয়ে যায়। এখন তিনি অন্যের আশ্রয়ে থাকেন। তিনি বলেন, ‘জাড়কালে (শীতকালে) গরম কাপড়ের অভাবে রাতে বেশি কষ্ট হয়। এই শীতে কম্বল সৃষ্টিকর্তার রহমত হিসেবে উপকার হবে।’

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জেবন নাহার,
উপজেলা নির্বাহী অফিসার সদর মেহনাজ ফেরদৌস ,
এসোসিয়েট প্রফেসর সখিনা আক্তার,মনিরা পারভীন, জেলা প্রশাসক এর কার্যালয় এর কর্মকর্তাবৃন্দ,
শেরপুর জেলায় কর্মরত নারী ক্যাডার কর্মকর্তাগণ যেমন
বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ,মেডিকেল অফিসারবৃন্দ,কৃষি অফিসারবৃন্দ এবং জেলা তথ্য অফিসার এবং স্থানীয় গণ্যমান্যদের অনেকে।

কম্বল বিতরণের সময় জেলাপ্রশাসক সাহেলা আক্তার
নারী বি সি এস ক্যাডার কর্মকর্তাগণের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, জেলা প্রশাসন ও বি সি এস উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে পুরো শীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে শেরপুর জেলা সদর সহ বিভিন্ন উপজেলাতে কম্বল বিতরণ করা হয়েছে। শেরপুরের প্রতিটি অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম দিনে শেরপুর শহরের বিভিন্ন আশ্রয়ণকেন্দ্রে এ বসবাসরত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে পাহাড়ী এলাকাসহ অন্যান্য উপজেলায়ও কম্বল বিতরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD