January 15, 2025, 8:19 am
ষ্টাফ রিপোর্টারঃ
দারিদ্র্য বিমোচন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন সম্মাননা স্মারক-২০২২ প্রদান করা হয়েছে। বুধবার ২৫শে ডিসেম্বর ঢাকার শাহবাগ এলাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত এক সভায় তাকে এই
সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ খবর ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নে পৌঁছালে পুরো ইউনিয়ন জুড়ে আনন্দের জোয়াড় শুরু হয়। খুশিতে এলাকাবাসী শুরু করে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল।
এদিকে আলহাজ্ব সাইদুর রহমান এই সম্মাননায় ভূষিত হওয়ায় ঘাগড়ার সর্বস্থরের মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্রথমবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান
বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন সম্মাননা স্মারক-২০২২ এ ভূষিত হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, আমি সব সময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। এ স্বীকৃতি পেয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি সব সময় আমার ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। তিনি বলেন, এ পুরস্কার আমার না, এটি আপনাদের। এ পুরস্কার আমার ইউনিয়ন পরিষদের সকল ভোটারকে আমি উৎসর্গ করলাম।