March 27, 2023, 7:33 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে শীতবস্ত্র (কম্বল) উপহার দেওয়ার মাধ্যমে শীতার্তদের মুখে হাসি ফোঁটালেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য মানবিক নেত্রী বেগম রওশন এরশাদ এমপি।
শীতের রাতে অনেক গরীব,অসহায় ও ছিন্নমূল মানুষ শীতের যন্ত্রণা সহ্য করে রাস্তায় রাত কাটায়। এমন ছিন্নমূল মানুষকে কেন্দ্র করে শুক্রবার (২৩ডিসেম্বর) সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডে এসব কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেন মহানগর জাতীয় জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু হানিফ সরকার,সদস্য সচিব আবজাল হোসেন হারুন । শীতের কনকনে ঠান্ডা আবহাওয়ায় সদরের গরীব অসহায় মানুষেরা যেন শীতে কষ্ট না করে সে জন্য বিরোদী দলীয় নেতার নির্দেশনায় শীতার্তদেরকে শীতবস্ত্র দিতে জাপার নেতাকর্মীরা বেরিয়ে পড়ে সদরের বিভিন্ন অলিগলিতে।
শীতের রাতে যেখানে শীতার্ত অসহায় মানুষ পেয়েছেন সেখানেই ছুটে গেছেন তারা এবং শীতবস্ত্র দিয়ে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন।
গাড়িতে করে শীতবস্ত্র বহন ও বিতরণের সময়ে উপস্থিত ছিলেন – মহানগর জাতীয় পার্টির আহবায়ক
ডাঃ কে আর ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন,যুগ্ম আহবায়ক মোঃ নুর মোহাম্মদ নুরু,মোঃ সাব্বির হোসেন বিল্লাল,
মোঃ শাহজাহান সহ জেলা,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃ বৃন্দ।
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম জানান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহের মানবিক নেত্রী বেগম রওশন এরশাদ এমপি সবসময় সদরের মানুষের কষ্ট লাগবে পাশে থাকেন,প্রতি বছর শীতবস্ত্র সহ বিভিন্ন সহযোগীতা করেন গরীব অসহায় মানুষকে। আমরা প্রতি বছরের মতো এবারও বিরোধী দলীয় নেতার নির্দেশে শীতের রাতে আরাম-আয়েশ ত্যাগ করে আমাদের নেত্রীর পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের খোজে-খুজে বের করে কম্বল বিতরণ করতে নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে পড়েছি।’
তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ এমপির উদ্দেশ্য সমাজের দরিদ্র ও অসহায়, বিশেষ করে বেশি বয়সী মানুষেরা যারা কারও থেকে তেমন সহযোগিতা পান না তাদের কষ্ট একটু হলেও কী করে কষ্ট লাঘব করা যায়। আমরা সবাই মিলে নেত্রীর নির্দেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায়দের মুখে হাসি ফোটাতে চেষ্টা করছি,এর আগেও বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে করোনাকালীন সময়ে ঘরমুখো মানুষের মাঝে ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,প্রতিটি দুর্যোগেই আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ এমপি অস্বচ্ছল মানুষকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে থাকেন। তীব্র ঠান্ডায় শীতের কনকনে হাওয়ায় বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল পেয়ে খুশী সদরের অসচ্ছল, গরীব অসহায় মানুষেরা।