February 15, 2025, 7:53 am
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের ৫৯ তম পীরগঞ্জ উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভায় তরিকুল টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও সিইও আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ভরসা।
এ উপলক্ষে যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ভরসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যাবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ।