January 14, 2025, 9:52 pm
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পোড়াবাড়ি ব্রিকফিল এলাকার বাসিন্দা হাছলিমা আক্তার।বাসার হল্ডিং নম্বর ৩৪। পিতা মোঃআবদুর রহিম।।দিনমজুর স্বামী মোঃআবেদ আলী ও দুইছেলে মেয়েকে নিয়ে জীর্ণ ও ভাঙ্গা ঘরে দিনযাপন করে আসছেন কয়েকবছর যাবত।।
জানা যায়,এখন তিনি এক ছেলে ও এক মেয়ে স্বামী সহ দুই গন্ডা জায়গাতে ভাঙ্গা ঘরে কষ্টে দিনযাপন করছেন তারা।বর্ষাকালে টিনের চালা দিয়ে পানি পড়ে।
এই বিষয়ে হাছলিমা আক্তার বলেন: মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের একটি সরকারি ঘর ব্যবস্থা করে দেই আমরা একটু সুখে শান্তিতে দিনযাপন করতে পারবো।এই ভাঙ্গা ঘরে বর্ষাকালে স্বামী ও সন্তানদের নিয়ে অনেক কষ্ট পেতে হয় আমাদের।