March 21, 2023, 7:13 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় পটিয়া পৌরসভা নিমার্ণ শ্রমিক লীগের উদ্যাগে আলোচনা সভা ও বস্ত্র বিতরন করা হয়েছে। শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মাণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মফিজুর রহমান পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন “৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ।
প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন।
বক্তব্য রাখেন, নির্মাণ শ্রমিক লীগ নেতা মোঃ এখলাস, নুরুল আলম, মোঃ ইসহাক, নুর মোহাম্মদ মাঝি, মোঃ নুরুন্নবী, আলী আজগর, মোঃ মফিজ, আবু তৈয়ব, মোঃ সরওয়ার, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান মল্ল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, সুজন বড়ুয়া, আবদুল আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা আতিক হাসান।