February 15, 2025, 7:45 am
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে কেন্দ্রীয় শহিদ মিনারে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর মুক্তিযোদ্ধা , আওয়ামী লীগ, সকল সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরদের কুচকাওয়াজ , শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন , উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, সহকারী কমিশনার ভূমি অফিসার ফরিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়জীদ বোস্তামী, তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রমুখ।