February 15, 2025, 4:09 pm
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস । দিবসটি উদযাপনে টাঙ্গাইলের ধনবাড়ীতে সকল ধরণের প্রস্ততি চলছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী আীফসার মো: আসলাম হোসাইন জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী নওয়াব ইনস্টিটিউশন মাঠে গত কয়েকদিন যাবত মঞ্চ সহ সকল ধরণের সাকসজ্জার কাজ চলছে। ব্যস্ত সময় পার করছেন নকশাকাররা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ধনবাড়ী স্টেশনের দমকল বাহিনীর সদস্যরা মাঠে পানি দেওয়ার কাজ করছে। মহান বিজয় দিবস উদযাপনে সকল ধরণের প্রস্তুতি আজই সম্পন্ন করা হবে। আগামীকাল সরকারী কর্মসূচী অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
হাফিজুর রহমান।।