May 13, 2025, 5:38 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ১২ ডিসেম্বর সোমবার এনজিও বিষয়ক উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সকাল ১০টায় ইউএনও ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। এসময় নবাগত ইউএনওকে এনজিও সমন্বয় পরিষদের পক্ষে থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত বানারীপাড়ায় কর্মরত সংস্থা প্রধানগণ স্ব স্ব পরিচিতি এবং কার্যক্রম উপস্থাপন করেন। সভায় আলোচনা করেন সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সভার সঞ্চালক ও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, কারিতাস এরিয়া ম্যানেজার আবু হানিফ, ব্র্যাকের লিপী ঘরামী, আশার ম্যানেজার মোঃ আজম, গ্রামীন সমাজের ম্যানেজার মোঃ জাকির হোসেন, জাগরণী চক্রের মোঃ খাইরুল ইসলাম, কোডেক ম্যানেজার মোঃ জাকির হোসেন, বুরো ম্যানেজার মোঃ রহিম শিকদার, রুপান্তরের বিলকিস খানম প্রমূখ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।