March 28, 2023, 2:49 pm
এম এ আলিম রিপনঃ পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং “সমৃদ্ধি” কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার দোগাছীতে বিনামূল্যে এ বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পে রোগী দেখেন পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট(চক্ষু) ডাঃ মো. আমিনুর রশিদ আকন্দ ও সহকারী রেজিস্টার (চক্ষু) ডাঃমো.বেলাল হোসেন। এ সময় সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো.আশরাফুল আলম, পাবনা প্রতিশ্রুতির দোগাছী শাখা ব্যবস্থাপক মো.এহিয়া খান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা এমদাদুল হক, জাহিদ হাসান, মনিরুজ্জামান, মো.রিজভী হাসান,সমাজ উন্নয়ন কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম ও সমৃদ্ধি কর্মসূচির সুপারভাইজার (শিক্ষা) আসমানী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ৩০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং ১৬২জন রোগীকে বিনামূল্যে পরামর্শ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।