January 15, 2025, 9:01 am
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলার পূর্ব খড়িয়া গ্রামের দীনেশ চন্দ্র হালদার কে মারপিট, হত্যা চেষ্টা ও ভরা মৎস্য লীজ ঘের জবরদখলকারি খড়িয়া গ্রামের ভূমিদস্যু ইদ্রিসুর রহমান মন্টু’র শাস্তিসহ জানমালের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খড়িয়া গ্রামবাসীর উদ্যোগে সোমবার সাড়ে ১১ টায় লস্কর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র গ্রামের বাসিন্দার মনোরঞ্জন হালদার। এসময় ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি দাবিতে মানববন্ধনে বক্তৃতা করেন, ভুক্তভোগী দিনিশ হালদার ও পুত্র তরুণ হালদার ,খুলনা জেলা হিন্দু ঐক্য যুব পরিষদের যুগ্ম-সম্পাদক বরুণ প্রকাশ মণ্ডল, অরুণ বৈরাগ, পূর্ণ চন্দ্র হালদার, মনোজিৎ, হালদার, নিখিল হালদার, অরুন বৈরাগী, রীতা, কুমারেশ, লাবনী, ঠাকুর, অখিল সহ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দিনিশ চন্দ্র হালদারকে মারপিট, হত্যার চেষ্টা ও ভরা মৎস্য লিজঘের জবর দখলকারী, খড়িয়া গ্রামের ভূমিদুস্যু ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি দাবি জানিয়েছেন।।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।