March 27, 2023, 8:41 pm
বি এম মনির হোসেনঃ-
“দুর্নীতির করাল গ্রাস জাতির জন্য সর্বনাশ, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে জেলার গৌরনদীতে দুর্নীতির বিরুদ্ধে সরকারী ও বেসরকারী কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভার শুরুতে শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহে আলম মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ হেলাল উদ্দিন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন প্রমুখ।