January 14, 2025, 11:05 pm
এম এ আলিম রিপন ঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে বের হওয়া মিছিলটি তারাবাড়িয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরতারাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির স ালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইদুল ইসলাম বাদশা, আব্দুস সামাদ জানু, মকছেদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম দুলাল, ইউপি সদস্য ও আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু, ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঝন্টু প্রামানিক, ইউনিয়নের ৬ নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সন্তেশ প্রাং, আওয়ামীলীগ নেতা বাদশা, নাসিম, আবর আলী,রইচ উদ্দিন,রেজা, শাহজাহান, রেজাউল করিম রতন, সিদ্দিকুর রহমান,মিরাজ, হাসেন আলী, মির্জা ফিরোজ, জামাল উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইসলাম খা, সাধারণ সম্পাদক রমজান আলী,কৃষকলীগ নেতা আব্দুল হান্নান, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহজাহান আলী তোফাই, যুগ্ন আহ্বায়ক মোস্তফা কামাল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুয়েল প্রমুখ। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সিদ্দিকুর রহমান খান জানান, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে, সে সময় এ উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে একটি মহল। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে ৭১-এর পরাজিত শক্তির দোসর বিএনপি-জামায়াত। আমরা চরতারাপুরবাসী, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে এ ষড়যন্ত্র,সন্ত্রাস ও নৈরাজ্যে রুখে দাঁড়াব।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।