February 5, 2025, 12:44 pm
রিপন ওঝা,মহালছড়ি।
মহালছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৭ডিসেম্বর রোজ বুধবার ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে তাদের স্ব স্ব প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর তাদের কার্যক্রম প্রদর্শন করে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার সহ বিভিন্ন সরকারি/বেসরকারি অফিসের দাপ্তরিক কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষার্থীসহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়।