January 15, 2025, 12:21 am
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া থানা ও গৌরনদী মডেল থানার যৌথ উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ ও আইন শৃঙ্খলা বিষয়ক ৭ ডিসেম্বর বুধবার বিকেলে আগৈলঝাড়া শহীদ সুকান্ত আব্দুল্লাহ্ হলরুমে মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সভায় আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্জাহান হোসেন পিপিএম।এ সময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বক্তিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এমএ তাহের,আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহান পুতুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাশ, মোঃ শফিকুল হোসেন টিটু,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম,সাধারণ সম্পাদক বিএম মনির হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বিকাশ রায় সাংগঠনিক সম্পাদক শাকিল সহকারী কোষাধক্ষ্য নাসির শাহ সদস্য ইত্তিকার তালুকদারসহ প্রমূখ।