January 15, 2025, 8:41 am
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় এক সমর্থকের টানানো ব্রাজিলের পতাকা চুরি হয়ে গেছে। শনিবার রাতে কে বা কারা ওই পতাকাটি চুরি করে নিয়ে যায়। ব্রাজিলের পতাকা উড়ানো সমর্থক মোঃ রাফসান শেখ জানান, উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামে তার নিজ বাড়ীতে একটি ব্রাজিলের পতাকা টানিয়ে ছিলেন তিনি। গত ১৮ নভেম্বর রাফসান বাড়ীর শিরিস গাছে ৬ হাত লম্বার এ পতাকাটি টানান। ২০১৮ সালে এসএসসি পাশ করার পর পরিবারের চরম আর্থিক অভাব অনটনের কারণে আর এইচএসসিতে ভর্তি হতে পারেননি তিনি। বেকার যুবক রাফসান দলের টানে যে কোন উপায়ে ৬শ টাকা খরচ করে ৬ হাত লম্বার একটি ব্রাজিলের পতাকা কিনে তা নিজ বাড়ীর গাছে টানান। কিন্তু শনিবার রাতে কে বা কারা পতাকাটি চুরি করে নিয়ে গেছেন। রবিবার সকালে গাছে তার প্রিয় দলের পতাকা দেখতে না পেয়ে আবেগাপ্লুত ও ক্ষুদ্ধ হন।
রাফসান বলেন, এসএসসি পাশ করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারিনি। তারপরও ব্রাজিলের একজন সমর্থক হয়ে দলের টানে অনেক কষ্টে একটি পতাকা কিনে তা নিজ বাড়ীতে টানিয়ে ছিলাম। কিন্তু সেটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে কষ্ট পেয়েছি, প্রিয় দলের পতাকা চুরি করে নিয়ে যাওয়ায়। কষ্ট পেতাম না যদি কেউ চাইতো তাহলে তাকে হাসি মুখে দিয়ে দিতাম, কিন্তু যেই নিক চুরি করে নিলো কেন বলে আক্ষেপ তার। রাফসান আক্ষেপ করে বলেন, পতাকাও যে চুরি হয় তাও দেখতে হলো এখন।