February 15, 2025, 4:26 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।
বছরের বেশির ভাগ সময় কেটেছে ঘরবন্দি।করোনার প্রভাব,বাকিটা অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্ট। এমন সব কার্যক্রমের মধ্যেই এসএসসি ২০২২ পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ নবেম্বর) দুপুর ১২ টার সময় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।
খাগড়াছড়ির পানছড়িতে এসএসসি ২০২২ পরীক্ষায় মাদ্রাসা সহ ১০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত বছরের চাইতে এবছর পাশের হার ও জিপিএ ফাইভ দুই বেড়েছে।
এই ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করে যার বেশির ভাগ আসে বিজ্ঞান বিভাগ থেকে।আর কয়েকটি আসে ব্যবসা ও মানবিক বিভাগ থেকে।এইছাড়া পানছড়ি উপজেলায় শতকরা পাশের হার ৭০.৬৬%
এর মধ্যে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৬৩ জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করে ১১৮ জন।পাশের হার ৭২.৩৯%। এইছাড়া বরাবরের মতো জিপিএ ৫ এর দিক দিয়েও এগিয়ে রয়েছে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়।যার মধ্যে রয়েছে সাতজন বিজ্ঞান বিভাগ থেকে আর একজন ব্যবসা বিভাগ থেকে।
বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে শ্রাবন্তী দে,প্রতিভা চাকমা,রুমানা আক্তার, মাহফুজুর রহমান সিপাত,অনিক চাকমা,সুপৃতি চাকমা,নুসরাত নাদিয়া, ব্যবসা বিভাগ থেকে লতিফা আক্তার টুম্পা।গতবার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পেয়েছিল ৬ জন শিক্ষার্থী।
পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৯ জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করে ৫৬ জন।পাশের হার ৮১.১৬%। জিপিএ ৫ অর্জন করে দুজন শিক্ষার্থী। যার মধ্যে মানবিক বিভাগ থেকে সুদেব চাকমা আর বিজ্ঞান বিভাগ থেকে অনুরণ চাকমা।এইছাড়া কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ৭১ জন শিক্ষার্থী। পাশ করে ৬৮ জন পাশের হার ৯৫.৭৭℅।
লোগাং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯০ জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করে ৬৮ জন।পাশের হার ৭৫.৫৬%।
লোগাং বাজার উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯৮ জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করে ৮৫ জন।পাশের হার ৮৫.৭১%।জিপিএ ৬ অর্জন করে একজন শিক্ষার্থী।সে হলো ব্যবসা বিভাগ থেকে জান্নাতুল ফেরদৌস।
পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০২ জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করে ৬৯ জন।পাশের হার ৬৭.৬৫%।এর মধ্যে জিপিএ পাঁচ পায় একজন শিক্ষার্থী।সে হলো বিজ্ঞান বিভাগ থেকে অদিথ চাকমা।
উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬১ জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করে ৩২ জন।পাশের হার ৫২.৪৬%।পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪০ জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করে ১৫ জন।পাশের হার ৩৭.১৫%।নালকাটা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৫ জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করে ২৩ জন।পাশের হার ৬৫.৭১%।পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৩১ জন পরীক্ষার্থী অংশ নেয় পাশ করে ১৬ জন।মধ্যনগর আলিম মাদ্রাসা থেকে ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পাশ ১৩ জন।
এই কৃতী শিক্ষার্থীদের সাথে আলাপ কালে তারা জানান, বাবা, মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় এই ফলাফল অর্জন করেছি আমরা।আগামী দিন গুলোতে আমরা আরও ভালো ফলাফল করে সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, ‘বরাবরের মতই পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাফল্য দেখিয়েছে।মূলত ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেয়া, ক্লাসে পড়া বুঝে নেয়াসহ শিক্ষক-অভিভাবকদের চেষ্টার কারণে এমন সাফল্য এসেছে।’তিনি কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পানছড়ি পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব জানান,পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী জিপিএ ফাইভ অর্জন করায় আমরা খুবই আনন্দিত।এই ছাড়া আমাদের বাজার উচ্চ বিদ্যালয় ও সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,লোগাং উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ অর্জন করায় আমরা অনেক বেশি আনন্দিত ও গর্বিত।এসএসসি ২০২২ পরীক্ষায় কৃতকার্য সব শিক্ষার্থীদের আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।