May 13, 2025, 12:41 pm
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আলাউদ্দিন মজুমদার শাহীন।
শনিবার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরিকারি কলেজে সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেসার্স শাহীন বেকারির পরিচালক ও সাংবাদিক আলাউদ্দিন মজুমদার শাহীন নতুন চিন্তা চেতনার আলোকে সমিতির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে সহ-সভাপতি পদে প্রার্থী হন। একই পদে মোট ৩জন প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে মিজানুর রহমান মিজান সভাপতি ও
সাধারণ সম্পাদক পদে এস.এম নাহিদ আলম লেলিন এবং
রওশন আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে ১৩ জনের মধ্যে ৮জন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য- নির্বাচনে ১২টি পদের
বিপরীতে ২৬ জন প্রার্থী ভোটে অংশ নেয়।
মোট ৪৯৫টি ভোটারের মধ্যে
৪৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।