February 5, 2025, 5:53 am
মোংলা প্রতিনিধি।
মোংলা পৌর যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদের এক প্রেস নোটের প্রতিবাদে সংবাদ সম্মেল করেছে এক যুবলীগ কর্মী। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন যুবলীগ নেতা মোঃ ওবায়দুল ইসলাম হিমেল। তাকে অহেতুক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী যুবলীগের একটি অংশ তার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। এতে রাজনৈতিক অংঙ্গনে তার সন্মান ক্ষন্ন ও মিথ্যা অপবাদ দিচ্ছে বরেও সংবাদ সম্মেরনে দাবী করেণ তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবলীগ নেতা মোঃ ওবায়দুল ইসলাম হিমেল বলেন, আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে বাংলাতেশ আওয়ামীলীগ এর রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত আছি। তারই ধারাবাহিকতায় খুলনায় পড়ালেখা করার সুবাদে খুলনা বি এল কলেজ ও খুলনা মহানগর ছাত্রলীগের সকল কর্মকান্ডে জড়িত ছিলাম। আমার জন্মভূমি মোংলায় থাকা অবস্থায় মোংলার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মোংলায় দলীয় সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছি। ঢাকায় থাকা কালিনও আওয়ামী যুবলীগ আমার রাজনৈতিক কর্মকান্ডে সন্তুষ্টি হয়ে আমাকে আহবায়ক কমিটির সদস্য পদ প্রদান করে। এছাড়া আমি মোংলায়ও আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছি। তাই রাজনৈতিক দলের যুবলীগের একটি অংশ আমার জনপ্রিয়তা দেখে ঈর্শান্নিত হয়ে একটি কুচক্রিমহল সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার জন্য দলীয় প্যাডে আমার রাজনৈতিক বিষয় নিয়ে গত ৯ নভেম্বর একটি সামাজি যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে তারা উল্লেখ করেন আমি মোংলা পৌর যুবলীগ এবং ৯টি ওয়ার্ড যুবলীগ কমিটিতে অন্তবুক্ত নই বা ছিলাম না। তাই তাদের উদ্দেশ্যে আমি বলছি, মোংলা পৌর যুবলীগ ৭১ জন বিশিষ্ট কমিটি। মুধু তারাই যুবলীগ করেনা, যারা প্রধানমন্ত্রীকে ভালেবাসে, আওয়ামীলীগকে বিশ্বাস করে তারা সবাই আওয়ামীলীগ যুবলীগ সহ এর অংঙ্গসং গঠনের লোক। মোংলায় অনেকে ব্যনারে নিজেকে পৌর বা ওয়ার্ড যুবলীগ নেতা পরিচয় দিয়ে ব্যনার-ফ্যাষ্টুন প্রকাশিত করেছেন, এ সকল যুবলীগ কর্মীরা তারা পৌর যুবলীগের কোন তালিকায় নেই, তাদের ক্ষেত্রে বিবৃতি না দিয়ে আমার ক্ষেত্রে বিবৃতি দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। যারাই আমার বিরুদ্ধে এমন বৃবৃতি দিয়েছেন তারাই মোংলায় মেয়াদউত্তির্ন ও বিতর্কিত পৌর যুবলীগ কমিটিতে নেতৃত্বস্থানে রয়েছেন। আর যারা অসাংগঠনিক কার্যকলাপ করে হয়রানী করছে তাদের এহেন লেখনী এবং দলীয় প্যাডে বিবৃতির বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ নেতা মোঃ ওবায়দুল ইসলাম হিমেল।