February 5, 2025, 8:52 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ২৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়। উপজেলা নাগরিক উদ্যোগের উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে দিবস পালন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নারী নেতৃ নেটওর্য়াকের সভাপতি ফিরোজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা এনজিও পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। কমিউনিটি প্যারালিগাল সদস্য মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তৃতা করেন বিশেষ অতিথি গাভা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক কে এম শফিকুল আলম জুয়েল, নাগরিক উদ্যোগের এরিয়া কো-অরডিনেটর মোঃ মহসিন মিয়া, বানারীপাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা খানম, কমিটির সদস্য এস এম ফারুক হোসেন, শিক্ষার্থী মারজানা ইসলাম, জেবুন্নেছা প্রমূখ। আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।