February 15, 2025, 5:25 pm
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে গম বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। গম বপনে ব্যস্ত হয়ে পরেছে গ্রাম বাংলার কৃষকরা ভালো ফলনের আশায়।
কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকরা কৃষি অফিস থেকে গম বীজ ও সার সংগ্রহ করেন।উপজেলার কৃষি অফিস থেকে গম বীজ ও সার সংগ্রহ করেছেন কৃষক । প্রতি জন কৃষক পেয়েছেন ১০কেজি ডি এ পি সার ১০কেজি এম ও পি ২০কেজি গম। ২০০হেক্টর জমিতে গম রোপন লক্ষ মাত্রা।
কালীগঞ্জ উপজেলায় গম বীজ ও সার বিতণর কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, ও উপজেলার সকল কৃষি কর্মকর্তা কর্মচারী ও ৮টি ইউনিয়নের গম বীজ সার সংগ্রহ কারিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন,বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে গম বীজ বপন করেন। অনুকূল আবহাওয়া থাকালে এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক ও সেচ দিলে এবার লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি।
বীজ ও সার সংগ্রহ কারি এক কৃষক এর সাথে কথা বলে জানাযায় গত বছর অফিসের বীজ নিয়ে যে ফলন হয়েছে এবার অনুকূল আবহাওয়া থাকালে এবারো ভালো ফলনের আশকরছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।
হাসমত উল্লাহ।।