September 9, 2024, 7:16 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ নগরীর কাচারীঘাট নদের পাড়ে আজ ২৪ অক্টোবর মাসব্যাপী ‘ময়মনসিংহ আন্তর্জাতিক শিল্প ও বানিজ্য মেলা-২০২২’ আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন,জেলা প্রশাসক এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল।সভাপতিত্ব করেন দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শংকর সাহা।
মাসব্যাপী মেলায় রয়েছে স্হানীয়,দেশী-বিদেশী মোট ১২০টি স্টল,রয়েছে দৃষ্টি নন্দন করা গেট, আকর্ষণীয় পানির ফোয়ারা, শিশুদের বিভিন্ন ধরনের রাইট যা দর্শনার্থীদের ব্যাপকহারে আকৃষ্ট করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে।উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।