September 14, 2024, 11:55 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় Strengthening Inclusive Development In Chittagong Hill tracts ( SID-CHT),UNDP প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বুধবার (২৩ নবেম্বর) বেলা ১২টার সময় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস ( এসআইডি- সিএইচটি), ইউএনডিপি এর সহযোগিতায় বাস্তবায়ন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
পানছড়ি পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল চাকমা,খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা,সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা,SID-CHT ইউএনডিপি এর ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার সুপ্রদীপ চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার এইচএম কামরুজ্জামান,SID-CHT ইউএনডিপি জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব নুরুল আলম,ডিষ্ট্রিক লাইভলিহুড এন্ড কমিউনিটি মোবিলাইজার উসিংমং চৌধুরী,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমা,পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ,উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,ইউপি চেয়ারম্যান,কার্বারী,হ্যাডম্যানসহ ইউএনডিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন মুলক কাজের চিত্র তুলে ধরেন এবং Strengthening Inclusive Development In Chittagong Hill tracts ( SID-CHT),UNDP প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে ইউএনডিপির প্রশংসা করেন অতিথিবৃন্দ।।
উল্লেখ্য: চাষ ও মিত্র ফসল চাষ প্রকল্প পরিদর্শন পানছড়ি পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ে ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন;,পানছড়ি পুজগামুখ এলাকায় ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মার্কেট কালেকশন পয়েন্ট এর উদ্বোধন:, ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত পানছড়ি সাঁওতাল পাড়া মডেল ভিলেজ পরিদর্শন,পানছড়ি মোল্লাপাড়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন,পানছড়ি নালকাটায় আক্রমা মারমা এবং কুড়াদিয়াছড়ায় বরেন্দ্রলাল ত্রিপুরার ইক্ষুক্ষেত পরিদর্শন করেন।