May 13, 2025, 1:08 pm
মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার সহায়তা আন্ত জেলার ০২ ডাকাত সদস্য আটক করেছে পুলিশ।
বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানাজায়
তারিখ-২১/০৯/২০২২খ্রিঃ,মামলা নং ১৬, ধারা-৩৯২ পেনাল কোড এর সূত্রে বর্ণিত মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কাউছার (২৫), পিতা- মৃত রেনু মিয়া, সাং- কোরবানপুর, থানা- চান্দিনা জেলা-কুমিল্লা ২। জীবন মিয়া প্রকাশ জীবন প্রকাশ জীবু (৪২), পিতা- মৃত সাহেব আলী, সৎ পিতা- আব্দুল বারেক, সাং-হাটাশ, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লাদ্বয়কে গত ১৯/১১/২০২২ খ্রিঃ তারিখ রাত দুই টায় কুমিল্লা কোতয়ালী থানাধীন কান্দির পাড় ও শাসনগাছা এলাকা হইতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বর্ণিত আসামীদ্বয় সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত/চুরি/ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।
দীর্ঘদিন যাবৎ বর্ণিত আসামীসহ তাহার অপরাপর সহযোগী আসামীরা অত্র জেলাসহ অত্র কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানা এলাকাসহ আশপাশের থানা ও জেলার রাস্তায়/বাড়িতে ডাকাতি/চুরি/ছিনতাই করিয়া আসিতেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।এব্যাপারে বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পূর্বের মামলার আসামি ছিলো এছাড়া তারা নতুন করে ডাকাতির প্রস্তুতি কালে তাদের কে ধরা হয় এবং কোটে চালান করা হয়।