কালাইয়ে বিশ্ব শিশু দিবসে শিক্ষার্থীরা পেলো নানা ধরণের উপকরণ

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

শিশুশ্রম নিরসন করতে এবং শিশুদের অধিকার নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাখড়া গ্রামে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩৪৬ জন শিশু কিশোরদের অংশগ্রহনে দিবসটি উদযাপন করে গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সংস্থাটির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও মোলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাপলা বেগম।

শেষে ‘গিফট ক্যাম্পেইন-২০২২’ শিরোনামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩৪৬ জন শিশু কিশোরদের মাঝে ১০টি করে খাতা-কলম, ১টি করে জাগ, ১টি মগ ও ১ কেজি করে মশুড় ডাল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

সংস্থার সহকারী ম্যানেজার জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমিন্ত্রত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এখানে উপস্থিত সকল শিক্ষার্থীই তোমরা ভাগ্যবান। কারণ, আমরা যখন পড়াশোনা করেছি, তখন কোন সংস্থা থেকে এই ধরণের সুযোগ সুবিধা পাইনি। তোমরা এই সংস্থা থেকে সব ধরণের শিক্ষা উপকরণসহ সুষম খাদ্য পাচ্ছো বিনামূল্যে। তাই তোমাদের উচিৎ মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়া এবং মোবাইল আসক্তি থেকে দূরে থেকে যে কোন মূল্যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *