August 20, 2025, 6:03 pm
বানারীপাড়া প্রতিবেদক।। রবিবার ২০ নভেম্বর বানারীপাড়ার উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোঃ আবুল কালাম আজাদ সভাপতি নির্বাচিত হয়েছেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে প্রভাবশালীদের হুমকি উপেক্ষা করে ভোটাররা নির্বাচনে ভোট প্রদান করেন। এ বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ১১ জন ভোটার এবং প্রার্থী ছিলেন ২ জন। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রার্থী ছিলেন বই প্রতীকের মোঃ আবুল কালাম আজাদ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলম প্রতীকের সুষ্মিতা শিকদার। তুমুল প্রতিদ্বন্দ্বীতার মধ্যে ১১ জন ভোটারের মধ্যে গোপন ভোটে ৯ জন ভোট প্রদান করেন। এর মধ্যে বই প্রতিকের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ৫ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলম প্রতীকের সুষ্মিতা শিকদার পেয়েছেন ৪ ভোট। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় ১ ভোট বেশী পান। প্রিজাইর্ডিং অফিসার কচুয়া রাঢ়ী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন বই প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ইন্জিনিয়ার মোঃ মাহাবুবুর রহমান, প্রধান শিক্ষক পারভীন সুলতানা প্রমূখ।