March 16, 2025, 10:38 pm
এস মিজানুল ইসলাম,বিশেষ সংবাদদাতা।। বৃহস্পতিবার১৭ নভেম্বর রাত ৮ টায় বাংলা একাডেমির মহা পরিচালক একুশে পদকপ্রাপ্ত, বরেণ্য কবি নুরুল হুদা বানারীপাড়ায় সংবর্ধিত হয়েছেন। বানারীপাড়ার পৌরসভার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল সভাপতিত্ব করেন। এ সময় মহা পরিচালক কবি নুরুল হুদা সহ তার সফর সঙ্গিদের পুষ্পগুচ্ছ দিয়ে পৌরবাসীর পক্ষে বরণ করেন মেয়র সুভাষ চন্দ্র শীল। প্রভাষক ও কবি আশ্রাফুল হাসান সুমনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, কবি ও কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, বাংলাদেশ রাইটার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ রবিউল হক, বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেবাশীষ দাস প্রমূখ। উপস্থিত অতিথি ছিলেন কবির সফর সঙ্গী বাংলা একাডেমির উপ পরিচালক কবি ফারহান ইসরাক, রাইটার্স ক্লাবের সহ সম্পাদক ইউসুফ রেজা, বানারীপাড়ার প্রগতি লেখক সংঘের সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, পৌর প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান, কবি ও লেখক বৃন্দ।