January 15, 2025, 9:45 am
পটিয়া প্রতিনিধি:
আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামে তরুণ সমাজের উদ্যোগে চার
দিনব্যাপী সার্ব্বজনীন শ্রীশ্রী কার্তিক পূজা গত বুধবার (১৬ নবেম্বর)
থেকে শুরু হয়েছে। প্রথমদিন পূজার বোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন
ঝিনু বালা দাশ। দ্বিতীয়দিন ১৭ নবেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় আলোচনা
সভা, বস্ত্র বিতরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৈনপুরা
কার্ত্তিক পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক শিমুল দাশ বাবুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি ও
৮নং চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন সোহেল, সংবর্ধিত অতিথি
পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক রাজন দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-
ঝিনু বালা দাশ, পংকজ দেবনাথ, ইউপি মেম্বার নিতাই চন্দ্র দে, ইউপি মেম্বার
মিনু আকতার, ইউপি মেম্বার আবদুল মান্নান, জগন্নাথ দাশ, প্রধান সমন্বয়কারী
সুদীপ দে ও পূজা পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে রাতে আলোকসজ্জা ও
থিমস্ প্রদর্শন করা হয়। আজ অনুষ্ঠানের তৃতীয় দিন (শুক্রবার) গীতা পাঠ
করেন- বিশিষ্ট গীতাপাঠক বিধান চৌধুরী। পরে দুপুরে ও রাতে অন্নপ্রসাদের
ব্যবস্থা করা হয়েছে। কাল শনিবার (১৯ নবেম্বর) পুজার সমাপনী দিবসে কার্তিক
পূজার বিজয়ী র্যালী ও প্রতীমা বিসর্জন করবে। এতে পৌরহিত করবেন শ্রী
ভবতোষ চক্রবর্ত্তী ঝুন্টু, তন্ত্রধারক থাকবেন পুলক চক্রবর্ত্তী।