February 15, 2025, 6:48 am
পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই
মোহাম্মদ সোহেল হত্যার প্রধান আসামী মোহাম্মদ কায়েছকে থানা পুলিশ
গ্রেফতার করেছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রুটের সীতাকুন্ড এলাকা থেকে
একটি চেয়ারকোচ থেকে কায়েছকে গ্রেফতার করে। সোহেল চট্টগ্রাম মেট্রোপলিটন
চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির (সিএমসিসিআই) সভাপতি শিল্পপতি
আলহাজ¦ খলিলুর রহমানের ভাগিনা। কায়েছকে বুধবার দুপুরে চট্টগ্রাম সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হলে শুনানী শেষে আদালত তাকে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, আধিপত্য নিয়ে গত ২২ এপ্রিল উপজেলার বুধপুরা বাজার এলাকায়
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে (৩৮)
ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে বিএনপি নেতা
মোহাম্মদ কায়েছকে প্রধান ও মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ
সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খাঁন, মোহাম্মদ আজগর, কায়সার
উদ্দিন জনিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে আসামী মো.
শরীফ ও মো. মনছুর কারাগারে রয়েছেন এবং কায়েছ দীর্ঘদিন পলাতক থাকেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, সোহেল হত্যা মামলার
পলাতক আসামী মো. কায়েছকে দীর্ঘদিন পর গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে
আদালতে পাঠানো হলে বিচারক শুনানী শেষে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ
দেন।