March 21, 2023, 7:37 am
অনুমোদনহীন,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য তৈরি করে সাধারন মানুষকে দীর্ঘদিন যাবৎ ঠকিয়ে আসছিল ত্রিশাল উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধভাবেই গড়ে উঠা কিছু বেকারী। এসব অবৈধ বেকারীগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার চকরামপুর বাজারসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মামুন।
এ সময় ভোগ্যপণ্য আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার তৈরি, অনুমোদনবিহীন প্রিসারভেটিভ ব্যবহারের অপরাধে চক রামপুর বাজারের একটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- অর্থদণ্ড প্রদান করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে এবং ঝুঁকিপূর্ণ উপাদান দ্বারা তৈরি খাবার বিনষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মামুন।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মামুন
বলেন,দীর্ঘদিন ধরে অনুমোদনহীন,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য করে আসছিল। মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে বেকারীকে সর্বমোট ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলে জানিয়ে তিনি এই অভিযানকে সফল করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।