ময়মনসিংহে অপরাধ নির্মুলে গ্রাম পুলিশদের সাথে ওসি কামালের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় শীতকালীন সময়ে মাদক,জুয়া,চুরি,ডাকাতি সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করতে আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেছেন কোতোয়ালি মডেল থানার
অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ । সোমবার (১৪নভেম্বর)দুপুরে থানা চত্বরে প্যারেড শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়‌।

মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি বলেন, মাদকের ডিলার, বিক্রেতা, সেবনকারী ও ওয়ারেন্টভূক্ত আসামিদের জরুরিভাবে গ্রেফতার করতে হবে। এজন্য তিনি গ্রাম পুলিশ সহ সবার সহযোগিতা চান। গ্রাম পুলিশরা তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও আশ্বাস দেন।

নিজ নিজ এলাকা অসামাজিক কার্যকলাপ দূর করতে পুলিশকে খবর দেওয়ার আহবান জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, শীতের প্রভাবে সাধারণ মানুষ ঘরমুখো হওয়ার পর চুর চক্রের সদস্যরা সুযোগ খজবে,তাই কোন অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানায় খবর দিতে হবে। দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করবে। সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল্লাদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করবে এবং মহল্লাদারকে তার কর্তব্য পালন সম্পর্কে সজাগ করবে। কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হওয়ার কোন খবর পেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এবং থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জকে তা জানাতে হবে। এসময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ কে পুরুস্কৃত করার আশ্বাস প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *