February 5, 2025, 8:51 am
মোঃ সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ ৭ জন আহত হয়েছেন। উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহতারা হলেন, পলাশতলী গ্রামের সুনারু বাড়ী মৃত খোরশেদ আলীর ছেলে সুরুজ্জামান মাস্টার (৪৫), পথচারী আফছর আলী মেয়ে হালিমা খাতুন (৪০) বাজার পাড়া আঃ মালেক স্ত্রী আমেনা খাতুন (৫৫), খোড়ার চালা আন্নাছ আলী (৪০), আকন্দ বাড়ী আবু বক্কর ছিদ্দিকের ছেলে আজাহারুল ইসলাম (২০), নেনজির পাড় আঃ হাকিম (৩৫), ত্রিমোড়া হাফেজিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র নামাপাড়া আঃ রহিমের ছেলে রাকিবুল হাসান আপন (১০) এছাড়াও একই এলাকার আরও দুইজনকে শিয়ালে কামড়ানোর খবর জানা যায়।
শিয়ালের এই উৎপাতে পলাশতলী, গোবিন্দপুর বিভিন্ন গ্রামে মানুষ এখন আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তা চলাচলে নেমেছেন।
ওই গ্রামের আহত সুরুজ্জামান মাস্টার (৪০) জানান, বৃহস্পতিবার সন্ধ্যার বাড়ি থেকে বাজার উদ্দেশ্য রওনা দিলে বাড়ির দক্ষিন পাশে পুকুর পাড়ে শিয়ালে কামড়ার, আমেনা খাতুন বলেন, বাড়ির আঙিনায় দাড়িতে ছিলাম । হালিম খাতুন বলেন, পলাশতলী বাজার থেকে বাড়ি রওনা দিলে রাস্তা হঠ্যা পিছন থেকে কামড় দেয় । আঃ রহিম বলেন আমার ছেলে রাকিবুল ইসলাম আপন পলাশতলী ত্রিমোড়া হাফেজিয়া মাদ্রাসা লেখাপড়া করে রাতে ১০ টায় সময় টিফিনের আনার জন্য দোকানে যাওয়া পথে শিয়ালে কামড়া
এলাকা বাসী জানান, গ্রামের ঝোঁপঝাড়ে ও জঙ্গলে লুকিয়ে থাকা শিয়ালগুলো হঠাৎ করেই মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। অনেকজনকে কামড় দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পর জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে।