April 22, 2025, 7:19 am
মোংলা প্রতিনিধি
মোংলা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক আমার সংবাদ পত্রিকার মোংলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান অসুস্থ হয়ে খুলনার আদদ্বীন হসপিটালে ভর্তি হয়েছেন। বুধবার সন্ধ্যায় মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
তার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মোংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকেরা। এছাড়াও সাংবাদিক হাফিজের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারসহ মোংলা টাইমস পরিবারের সদস্যরা। উল্লেখ্য, সাংবাদিক হাফিজুর রহমান ফেসবুক ভেরিফায়েড পেইজ মোংলা টাইমসের চেয়ারম্যানও।