March 21, 2023, 8:58 am
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
৮ নভেম্বর দুপুরে ঝিনাইদের মহেশপুর উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে মহেশপুর-খালিশপুর সড়কে সুজুকি মোটরসাইকেল শো-রুমে নতুন কালালের ৩টি সুজুকি মনোটন ম্যাট (ব্লু হলুদ ও ব্লাক কালার) মোটর সাইকেলের শুভ উদ্বোধন করা হয়েছে।
ইমম্পেক্স মটরস অথোরাইজ ডিলার সুজুকি বাংলাদেশ মহেশপুর শাখা শো-রুম এর মালিক মোঃ-মশিয়ার রহমান ও মোঃ জিয়াউর রহমান জিয়ার আয়োজনে সুজুকি মনোটন ম্যাট কালারের ১৫৫ সি’সির ৩টি নতুন কালারের মোটর-সাইকেলের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌরসভার মেয়র জনাব,আব্দুর রশীদ খাঁন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শো-রুম মালিক মোঃ- মশিয়ার রহমান, জিয়াউর রহমান জিয়া, মহেশপুর উপজেলা সেচ্চাসেবক লীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু। কার্নিভাল ইন্টারনেটের মালিক মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হোসেন প্রমুখ। এসময় মহেশপুর বাইকরাইডার্সের সকল সসদ্য বৃন্দ উপস্থিত ছিলেন।