July 6, 2025, 4:59 am
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের তিনবার বিপুল ভোটে নির্বাচিত ও স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার এর কুলখানী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মানুষের ঢল চোখে পড়ার মতো দেখা যায়।
মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ফ্যান্টাসি কিংডমে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমত আলী দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা আ লিক কমিটির আহ্বায়ক আতিকুজ্জামান পাটোয়ারী আতিক, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক সানাউল্লাহ ভুঁইয়া সানি ও সাভার উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১০ থেকে ১২ হাজার মানুষ উক্ত ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের কুলখানী ও দোয়া মাহফিলে অংগ্রহণ করেন।
এ সময় ইয়ারপুর ইউনিয়নবাসীর কাছে মৃত বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার এর সুযোগ্য সন্তান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের বিশ্বাস্থ ত্যাগী নেতা সুমন আহমেদ ভুঁইয়া, তিনি বলেন, আমার বাবা ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ইয়ারপুরবাসীকে সেবা করেছেন, তাঁর কোনো ভুল হলে বা কারো মনে কষ্ট দিয়ে থাকলে সবাই আমার বাবাকে ক্ষমা করবেন, আমি আমার বাবার ছেলে হিসেবে আপনাদেও সবার কাছে ক্ষমা চাই, সেই সাথে আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা রইলো।
উক্ত অনুষ্ঠানে আরও দোয়া চেয়ে বক্তব্য দেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, সব শেষে প্রধান অতিথি হিসেবে দোয়া চেয়ে বক্তব্য দেন সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা ঢাকা-১৯ আসনের এমপি- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, তিনি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের প্রশংসা করেন এবং মরহুমের আত্মার মাগফিরাতের জন্য উপস্থিত হাজার হাজার মানুষের কাছে দোয়া চেয়েছেন। এ সময় দোয়া শেষে পর্যায়ক্রমে ১৬০০ করে প্রায় ১২ হাজার মানুষের খাবার খাওয়ানো হয়।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতি, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমু, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন, সাংবাদিক রিজভী, রিপন মিয়া, নাজমুল ইসলাম, পলাশ হাওলাদার, মোকাম্মেল মোল্লা সাগর, সবুজ খান, জাহাঙ্গীর আলম, মাজেদুল, রাকিবুল ইসলাম সোহাগ ও বিভিন্ন ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী এ সময় উপস্থিত ছিলেন।