January 14, 2025, 10:51 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রোববার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রেসক্লাবে মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহামেদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।
সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, নতুন-পুরাতন নেতৃত্বের সমন্বয়ে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর সংবাদ পরিবেশনের জন্যও সাংবাদিকদের তিনি অনুরোধ জানিয়েছেন।
আ’লীগের সভাপতি নিলুফার আনজুম পপি তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস, মাদকমুক্ত ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষাসহ গৌরীপুরের উন্নয়নে নিরলসভাবে নতুন কমিটি কাজ করে যাবেন।
একই দিনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহা গৌরীপুর সংগীত নিকেতন কর্তৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতা ২০২২ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ, সংবর্ধনা, আলোচনা ও সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় তাদের সাথে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকগন, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।