January 15, 2025, 8:32 am
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির উদ্যোগে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন দলটির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সনজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূইয়া ও পৌর ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বিকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শুরুতেই দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান।
উপজেলা তাঁতীদলের সভাপতি মুখলেছুর রহমান বাবলুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন কবীর, জেলা ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন শিবলী, স্থানীয় বিএনপি নেতা বুলবুল চৌধুরী, শহিদুল হক ফকির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, তুষার আহমেদ, রবিন আহমেদ, আনিসুজ্জামান আকন্দ সোহাগ প্রমুখ।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।