May 13, 2025, 5:21 am
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এইচ.এস.সি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও সমমানের কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।
রবিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে ওই সব কেন্দ্র গুলো পরিদর্শন করেন। উপজেলায় পরীক্ষা চলমান বিভিন কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচ.এস.সি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় তার সাথে উপজেলা মাধ্যমিক অফিসার, একাডেমিক সুপারভাইজারসহ কেন্দ্র সচিবগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মিজাবে রহমত জানান বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ, তালদিঘি উচ্চ বিদ্যালয় (ভেন্যু কেন্দ্র) ও শর্ষিনাবাদ আলিম মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে এ পরীক্ষা বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।