March 25, 2025, 10:01 pm
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে আবৃত্তি বিষয়ক ২ দিন ব্যাপী কর্মশালার উদ্ধোধন হয়েছে। আবৃত্তি বিভাগ,চারুপীঠ আর্ট স্কুল কেশবপুর এর আয়োজনে ৪নভেম্বর বিকালে শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে ২ দিন ব্যাপী কর্মশালার উদ্ধোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর প্রোটোকল অফিসার নীল মনি আইচ। অনুষ্ঠানে সংগঠনের পরিচালক উৎপল দে সভাপতিত্বে এবং আবৃত্তি বিভাগের সম্মনয়ক সাহা বৈদ্যনাথ এর পরিচালনায়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাব ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস এর সভাপতি আশরাফ উজ জামান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, উপজেলা পোস্ট মাষ্টার এস এম রবিউল হক রয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহীন,চারুপীঠের সহকারি পরিচালক মৌসুমী মজুমদার।
প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বেতার, খুলনার আবৃত্তি শিল্পী মো.মাসুদুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় ৪৫ জন অংশ নিয়েছে।