March 27, 2023, 7:35 pm
ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির নির্দেশনা মোতাবেক জাতীয় পার্টির সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রম কে আরো তরান্বিত করার মাধ্যমে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষে দলকে শক্তিশালী সংগঠনের পরিণত করার লক্ষে জাতীয় পার্টি ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় পার্টি ময়মনসিংহ সদর উপজেলা কমিটি। অনুমোদিত কমিটি ৩রা নভেম্বর দুপুরে জাতীয় সংসদের বিরোদী দলীয় নেতা,ময়মনসিংহের মহিয়সী নারী বেগম রওশন এরশাদ এমপির বাসভবনে সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন জাতীয় পার্টি সদর উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার ও সদস্য সচিব আবজাল হোসেন হারুন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম ও সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম এর দিকনির্দেশনা মোতাবেক সদর উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বৃন্দের সুপারিশ ও সর্বসম্মতিক্রমে সিরাজুল ইসলাম সুরুজ কে আহবায়ক ও আবুল হোসেনকে কে সদস্য সচিব করে ৫১ বিশিষ্ট জাতীয় পার্টির দাপুনিয়া ইউনিয়ন কমিটির অনুমোদন দেন সদর উপজেলা কমিটির আহবায়ক আবু হানিফ সরকার ও সদস্য সচিব আবজাল হোসেন হারুন। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে যথাক্রমে শহিদুল ইসলাম মাষ্টার,রফিকুল ইসলাম মিশু,জামান মিয়া,আব্দুল মোমেন,কাজল মিয়া,বাক্কা মিয়া,সোলাইমান আকন্দ কবির,নিলু মাষ্টার কে নিযুক্ত করা হয়েছে।
এসময় ময়মনসিংহ সদর উপজেলার জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার সদস্য সচিব আবজাল হোসেন হারুন সহ সদর উপজেলা জাতীয় পার্টির সকল যুগ্ম আহবায়ক গণ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তব্যে – ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, ময়মনসিংহের মানবিক নেত্রী,উন্নয়নের রুপকার মহিয়সী নারী বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও সুস্থতায় কামনায় দোয়া চেয়ে জাতীয় পার্টিকে ময়মনসিংহ জেলায় একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার মধ্য দিয়ে আগামী নির্বাচনে ময়মনসিংহ জাতীয় পার্টি তথা লাঙ্গল প্রতীকের বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সদর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ
পরে তিনি দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে অনুমোদিত কমিটি হস্তান্তর করেন।