January 15, 2025, 8:15 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর নিয়মিত সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে চোখ ওঠাঃ চিকিৎসা, প্রতিকার ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে আজ ২ নভেম্বর বুধবার বিকেলে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাধারণ সম্পাদক ডাঃ শাহ মোহাম্মদ সরোয়ার জাহান ,মূখ্য আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ এস এম মোছাদ্দেকা ইসলাম রুপসা ।বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা আলম বনি, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল সূত্রধর, কিডনি বিশেষজ্ঞ ডাঃ সুশান্ত কুমার বর্মন, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওসার আহমেদ ।
উক্ত সায়েন্টিফিক সেমিনারে শতাধিক অংশগ্রহনকারী অংশ নেন।