January 15, 2025, 8:50 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২২ শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর হতে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, পল্লীগ্রাম সম্পাদক আব্দুস শুকুর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে। বাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রেখে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হবে। আজ একটা দিন আমরা শুধু সড়ক পরিস্কার করছি এটা যথাযথ নয়, আমাদের প্রতিদিনই নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। ডেঙ্গু রোগ নিরাময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন,ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।