September 21, 2024, 3:30 am
মোঃ শহীদুল ইসলাম
নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
নাগরপুর ঐতিয্যবাহী সহবতপুর ক্বওমী ওলামা পরিষদের বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওঃ আরিফুল ইসলাম ও হাফেজ রাশেদুল ইসলামের এর সঞ্চালনায় প্রধান বক্তার আলোচনা করেন আন্তর্জাতিক ক্ষ্যাতিসম্মপন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মোঃ খোরশেদ আলম কাসেমী (দাঃবাঃ) দ্বিতীয় আলোচক ছিলেন মাওঃ মুফতি আঃ রহমান দাঃ বাঃ উভয়ে দুনিয়ার মানুষ কিভাবে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারে সেই বিষয় নিয়ে।অন্যান্যের উপস্থিত ছিলেন মাওঃ আলী আকবর নগরপুরী, মাওঃ ইলিয়াস হোসেন, মাওঃ রফিকুল ইসলাম আমিনী, মুফতি হারুন প্রমূখগণ। রশীদ পরিশেষে সকলের জন্য দোয়া করে মাহফিল শেষ করেন।